মোঃ আল-আমিন ঢাকা জেলা প্রতিনিধি
পূর্ব বিরোধের কারণে রাজধানীর আদাবরে আব্দুল আজিজ নামে ১ মাছ ব্যাবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ।
৩ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮.৩০ টার সময় শেখেরটেক আহসান উল্লাহ মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজের স্বজনদের দাবি এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। মাদকব্যসায়ী চক্র স্থানীয় আব্দুল হান্নান, আবু সাইদ, আনিস, বাচ্চু, শাওন, সম্রাটসহ ১৫/২০ জন আজিজের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। চাঁদা দিতে না রাজি হওয়ায় আদাবর এলাকার মাদক ব্যাবসায়ী হিসেবে চিহ্নিত গ্রুপটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। পূর্ব শত্রুতার জের ধরে আজিজের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এরই এক পর্যায়ে ওই ব্যক্তি আজিজের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
মধ্যরাতে হত্যাকাণ্ডের ঘটনায় ১ম অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করেছে আদাবর থানা পুলিশ। আদাবর এলাকায় ভাড়াটে প্রতিপক্ষের হামলার ঘটনা হলেও তাদের মূল এলাকা ব্রাক্ষ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতা ছিল সেই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। আটককৃত আব্দুল হান্নান একই দাবি করছেন পূর্ব শত্রুতার কারণেই তাকে ফাঁসানো হয়েছে।
নিহত আব্দুল আজিজের বাবার নাম দুলাল মিয়া। আজিজ শেখেরটেক ৭নম্বর সড়ক এর বাজারে মাছের ব্যবসা করতেন। তিনি স্ত্রী-সন্তানসহ ৮নম্বর সড়ক এর ৯৫নম্বর চেয়ারম্যান বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
ময়নাতদন্তের জন্য নিহত আব্দুল আজিজ এর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Tags
অপরাধ