বিপদসীমা ঘেষে বইছে ব্রহ্মপুত্রের পানি!



আসাদুজ্জামান আসিফঃ বন্যা কবলিত এলাকা গাইবান্ধা। ব্রহ্মপুত্র, ঘাঘাট ও তিস্ত নদীর সংযোগ স্থল গাইবান্ধা। নদীর পানি একটু বৃদ্ধি হলে দেখা দেয় বন্যার আশংকা। এবারও তার ব্যতিক্রম নয়।

গত ১২ ঘন্টায়  গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ১ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সে.মি উপর দিয়ে এবং শহরের ব্রীজমোড় পয়েন্টে ঘাঘট নদীর পানি ১ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সে.মি উপর দিয়ে পানি বইছে।

Post a Comment

Previous Post Next Post