মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে একাধিক মামলার আসামিসহ মদ্যপ অবস্থায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে
রবিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দের আশিক মোল্লা (২০), দৌলতদিয়ার শাহাদৎ মেম্বারপাড়ার অনিক শেখ (২৩), মজিদ শেখেরপাড়ার মিজানুর রহমান (২০) এবং পোড়াভিটা এলাকার ইব্রাহিম মোল্লা (১৯)।
জানা গেছে, দৌলতদিয়া যৌনপল্লীর ১ নম্বর গলি থেকে মদ্যপ অবস্থায় চার যুবককে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আশিক মোল্লা ও মিজানুর রহমান-এর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, মদ্যপ অবস্থায় যৌনপল্লীতে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে চার যুবককে গ্রেফতার করা হয়েছে।
Tags
জরুরি খবর