আলহাজ্ব মজিবর রহমান সাহেবের নামে মিত্থা নিউজ করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ( মিলন আহমেদ )


নারায়ণগঞ্জ  প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ  থানা আওয়ামীলীগ এর জনপ্রিয় নেতা আলহাজ্ব মজিবুর রহমান সাহেব, দীর্ঘদিন যাবত যিনি গোপালগঞ্জ এর পর সিদ্দ্বিরগন্জ আওয়ামিলীগ ভোট ব্যাংক ধরে রেখে ইতিহাস সৃষ্টি করে সবার কাছে শ্রদ্ধার যায়গায় দখল করেছেন।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং  জননেতা এ,কে,এম শামীম ওসমানের প্রিয় আস্হাবাজন নেতা। নারায়নগন্জ সিদ্ধিরগঞ্জ এ তার বিকল্প নেতা এখনো তৈরী হয়নি। কোন চাদাবাজি ভুমিদখল জালিয়াতির সাথে তার সম্পরক নাই। সত্যবাদি জনদরদি গরীবের বন্ধু সন্ত্রাস চাদাবাজ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দীর্ঘ ৩০ বছর যাবত নির্বাচিত  থানা আওয়ামিলীগ এর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সাহেব সুনামের সাথে আওয়ামিলীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা, জননেতা এ,কে,এম শামীম ওসমানের দিকনির্দেশনা উপদেশ অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মতো সভাপতি বাংলাদেশের অন্য কোন থানায় আছে কিনা তা আমার ফারুক এর জানা নেই। তার জনপ্রিয়তার  কারনে কারো ঈর্ষা হয় সুনাম নষ্ট করার।  তাই বিভিন্ন পএিকায় মিডিয়ায় ফেইসবুক এ অপপ্রচার কারা করচ্ছে,এবং  করাচ্ছে তা আমাদের জানা অাছে ও জানি। তার মতো ভালো সভাপতি অন্য থানায়  দেশে কমই আছে। যেসকল অপপ্রচার তার বিরুদ্ধে করা হচ্ছে তা সম্পুর্ন  মিথ্যা বানোয়াট, এবং এর তীব্র প্রতিবাদ জানাই। সামনে এই ধরনের নিউজ হতে বিরত থাকুন, সাবধান, নতুবা আইন অনুযায়ী ব্যাবস্তা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post