আইনের জালে ইউটিউবার ক্যারিমিনাতি!আসাদুজ্জামান

 আসিফঃআবারও খবরের শিরোনামে ইউটিউবার ক্যারি মিনাতি (Carryminati)। ইউটিউবারদের একাংশ বিতর্কিত হয়ে তাঁদের ভিউ বাড়াতে ভালোবাসেন। তাঁদের মধ্যে ক্যারি মিনাতি অন্যতম। এবার ক্যারি মিনাতি রীতিমতো আইনের জালে জড়িয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিল্লির এক আইনজীবি গৌরব গুলাটি (Gaurav Gulati
গৌরব, মিনাতির বিরুদ্ধে 354, 509, 293 ও 3/6/7 ধারায় অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। নিজের টুইটে ডায়েরির একটি কপি শেয়ার করেছেন তিনি। গৌরবের অভিযোগ, সাম্প্রতিক কালে ইউটিউবে আপত্তিকর ভিডিও পোস্ট করছেন ক্যারি মিনাতি। সেখানে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য ও যৌন ইঙ্গিত প্রদর্শন করা হচ্ছে। কিন্তু ক্যারি মিনাতির তরফে এখনও এই ঘটনা নিয়ে কোনো মতামত পেশ করা হয়নি।

কিছুদিন আগে রাজকুমারী কোকো নামক এক নামী ইউটিউবার ক্যারি মিনাতির মন্তব্যের বিরোধিতা করেছেন।
ক্যারি মিনাতির প্রকৃত নাম অজয় নাগর।তাঁর আপলোড করা প্রতিটি ভিডিও নিমেষে ভাইরাল হয়। কোনো ঘটনা, বিখ্যাত কোনো ব্যক্তি, কোনো ধারাবাহিক বা রিয়েলিটি শোয়ের কাহিনী নিয়ে রোস্ট করতে ক্যারি মিনাতির জুড়ি মেলা ভার। তবে কখনও কখনও তাঁর ভিডিও শ্লীলতা অতিক্রম করে যায়। কিছু যাচ্ছেতাই গালিগালাজ থাকে তাঁর ভিডিওতে।

Post a Comment

Previous Post Next Post