জামিল আহমেদ শাকিল প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রী পারুল খাতুনকে নির্যাতনের অভিযোগে পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এ মামলা হয়েছে।
বুধবার দুপুরের দিকে নির্যাতিত গৃহবধূর বাবা ফজলুর রহমান বাদী হয়ে তার স্বামীসহ শ্বশুর শাশুড়িকে আসামি করে এ মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত এ মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলামের সাথে পারুলের বিয়ে হয় ২০১৭ সালে। এ বিয়ের সময় পুলিশের চাকরি নেয়ার নামে ৮ লাখ টাকা যৌতুক নেয়া হয়। পরবর্তীতে আরো ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী পারুলকে নির্যাতন করে আসছিল স্বামীসহ পরিবারের লোকজন। গত ২৯ আগস্ট ওই পুলিশ কনস্টেবল ছুটিতে বাড়ি আসে এবং আবারো যৌতুকের টাকা দাবি করে এবং সে দ্বিতীয় বিয়ে করবে বলে লিখিত অনুমতি চায়। এতে তার স্ত্রী পারুল রাজি না হওয়ায় ব্যাপক মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা সংশ্লিষ্ট থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। অবশেষে ওই বিজ্ঞ আদালতে স্বামীসহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
Tags
অপরাধ