আশরাফু ইসলাম ইফতি ও মাসুম বিল্লাহ পৃথিবী এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন।



সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের শুমিলপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।  নাসিক প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসসি), সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, যুবলীগ নেতা মাহবুব রহমান, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মো. আশরাফ উদ্দিন, থানা যুবলীগের সদস্য খন্দকার মানিক মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আক্তার হোসেন ও ওহাব মোল্লা প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post