সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
কালুখালীর মহিমশাহী থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো: শরিফ (৩৭) গ্রেফতার, শরিফ কালুখালীর মহিমশাহী চাদপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
আজ ৩ সেপ্টেম্বর এস আই মো: মনির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনাকালে কালুখালী থানার মামলা নং-০১, তারিখ- ০১/০১/২০২১; ধারা-৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; জি আর নং-০১/২০২১ এর পরোয়ানাভুক্ত আসামী ১. মোঃ শরিফ শেখ কে গ্রেফতার করে এবং আজ ৩ সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়।
Tags
অপরাধ