মোঃ আল-আমিন ঢাকা জেলা প্রতিনিধি
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক সিওও নাজমুল আলম রাসেলকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৩ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান ই-অরেঞ্জ এর সাবেক সিওও নাজমুল আলম রাসেল কে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাজমুল আলম রাসেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাসেলের আইনজীবী জামিনের আবেদন করলে রবিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
১৬-০৮-২০২১ ই-অরেঞ্জের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে মামলা করেন তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী। মামলায় ই-অরেঞ্জ এর ৫ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।
Tags
অপরাধ