সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যানবহনের চাপায় যুবক নিহত



মোঃমেরাজুল ইসলাম মেরাজ 
উল্লাপাড়া  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যানবহনের নীচে চাপা পড়ে প্রশান্ত চন্দ্র বিশ্বাস(৪০) নামে এক যুবক নিহত হয়েছে। 
রবিবার বিকেল পৌনে ৫টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার মুক্তা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রশান্ত চন্দ্র বিশ্বাস জেলার তাড়াশ উপজেলার  চর হামকুড়িয়া গ্রামের সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।

হাটিকমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বিকেলে নিহত প্রশান্ত মহাসড়ক পরাপারের সময় অজ্ঞাত যানবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘনটাস্থলেই সে মারা যায়। লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় মামলা দায়ের কারা হবে।

Post a Comment

Previous Post Next Post