আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ হওয়ার ২দিন পর খেয়ার মাঝি মোঃ সামসুল হক হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।
নিখোঁজ সামসুল হাওলাদারের লাশটি গালুয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার খালে বসানো ভ্যাসন জালের খুটির সাথে আটকে ছিল। আজ শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সামসুল হক উপজেলার দক্ষিন বড়ইয়া (কলাকোপা) এলাকার মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে। খবর পেয়ে সামসুল হকের বড় ছেলে রাজিব হাওলাদার ও ভাতিজা আব্দুস ছালাম হাওলাদার এসে লাশ শনাক্ত করেছে।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, মাঝি সামসুল হক মৃগী রোগী ছিল। গত বুধবার দুপুরে কলাকোপা খেয়া ঘটে নৌকা থেকে জাঙ্গালিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের খবর পেয়ে রাজাপুরের পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
উল্লেখ্য, এর আগেও সে কয়েকবার নদীতে পরে গিয়েছে। কিন্তু তখন পাশে লোকজন থাকায় তাৎক্ষণিক উদ্ধার করতে পারায় বেচেঁ যায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, সামসুল হকের পরিবার তার লাশ শনাক্ত করেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tags
দেশের খবর