বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন



মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

দীর্ঘ ৭২ বছরের প্রতিক্ষার পর গেল রবিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব ভবনের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে নব গঠিত উপজেলা আওয়ামীলীগের কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিল্লুল হাকিম।

বক্তব্যের শুরুতেই জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম বলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব দলীয় কার্যালয় না থাকায় যাযাবরের মতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এখন থেকে আমাদের একটা নিদ্দিষ্ট ঠিকানা হলো।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়াও একই আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি কেউ দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয় তবে তার বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবে। মনে রাখতে হবে- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে হলে আমাদের একত্র থাকতে হবে। দলের মধ্যে কোন উপ-দলীয় কোন্দল সৃষ্টি করা যাবে না। দেশ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সব সময় এক থাকতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফির সঞ্চালনায় এ সময় নবগঠিত কমিটির সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post