রূপগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন সুন্দর জীবন ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
আজ রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী সংগঠন সুন্দর জীবন ক্লাবের পক্ষ থেকে মঙ্গলখালী প্রাথমিক বিদ্যালয় ও মঙ্গলখালী মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে সুন্দর জীবন ক্লাব এর সদস্য বৃন্দরা ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুন্দর জীবন ক্লাবের উপদেষ্টা জনাব আব্দুর রহিম স্যার , উপদেষ্টা এডভোকেট স্বপন ভূইয়া , সম্মানিত সদস্য মেহের কাজল , সভাপতি শাহান আফরোজ নাফিজ , ফুজায়েল, রাব্বি , নিলয়, জিজান, অপূর্ব , নিরব, জুবায়ের সহ ক্লাবের অনান্য সদস্য বৃন্দরা ।
উক্ত কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন সুন্দর জীবন ক্লাবের সম্মানিত সদস্য মেহের কাজল ।
এসময় কর্মসূচীতে উপস্থিত অতিথি বৃন্দরা তাদের বক্তব্যে বলেন নারায়ণগঞ্জ জেলায় সুন্দর জীবন ক্লাব মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে । বিগত দিনে করোনা মহামরিতে এই সংগঠনের সদস্য দের ভূমিকা ছিলো অতুলনীয় । করোনা পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের সেবায় দিন রাত কাজ করে গেছে । সুন্দর জীবন ক্লাব সব সময় অসহায় মানুষের সেবায় কাজ করে চলেছে তার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ভালো কাজেও এই সংগঠন তাদের ভূমিকা রেখে চলছে যার অংশ হিসেবে সুন্দর জীবন ক্লাব এর পক্ষ থেকে রাস্তার পাশে, স্কুলে , মসজিদে , কবরস্থানে এবং মাদ্রাসায় সহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়েছে যা থেকে ইতিমধ্যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে । ইনশাআল্লাহ আগামী দিনেও সুন্দর জীবন ক্লাব এর সদস্য বৃন্দরা এভাবেই মানবতার সেবায় তাদের অবদান রেখে যাবেন ।
এসময় সুন্দর জীবন ক্লাবের সভাপতি শাহান আফরোজ নাফিজ আমন্ত্রিত অতিথি বৃন্দ দের এবং উপস্থিত ক্লাবের সদস্য বৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানায় সবাই উপস্থিত থেকে সুন্দর জীবন ক্লাব এর আজকের বৃক্ষ রোপণ কর্মসূচী সফল করার জন্য এবং সবার প্রতি আহবান জানিয়েছেন জেনো মানবতার সেবায় সবাই সুন্দর জীবন ক্লাবের পাশে থেকেন সব সময় ।
Tags
দেশের খবর