রংপুরের মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা!


মো: ইমরুল হাসান, রংপুর জেলা প্রতিনিধি 

বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় রংপুরের মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নে বালুয়া বাজারে বালু বোঝাই ট্রাক্টর বাইসাইকেল বাঁচাতে গিয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,,, 
ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নেমে ৫ জনকে জীবিত উদ্ধার করে। 

 গুরুতর আহত হয় হাসিনুর(২৪) তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা একজন সাইকেল আরোহীকে বাঁচতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

আহতরা হলেন, ড্রাইভার ফরিদুল ইসলাম,(২৩)
 হাসিনুর,(২৪)জাহাঙ্গীর, (২৫)মেজবাহর রহমান (২৮)ও কবিরুল ইসলাম (২২) তাদের সকলের বাসা কেশবপুরে
 
উদ্ধার অভিযান সম্পর্কে মিঠাপুকুর থানার ওসি এরশাদ বলেন,,, "আমরা ঘটনা স্হলে এসে ৫ জনকে উদ্ধার করি। সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে তারমধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর"।

ফায়ার সার্ভিসের কর্মকতা রেজাউল ইসলাম জানান "আমরা ঘটনা স্হলে এসে অনেক খোজাখোজির পর ৫ জন ব‍্যক্তি ছাড়া পুকুরে  আর কাউকে পাওয়া যাইনি।

উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেছেন বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক।

Post a Comment

Previous Post Next Post