দৌলতপুরে এল,জি,এস,পির রাস্তার কাজে অনিয়ম।


কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন এর এলজিএসপির অর্থায়নে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দে ,ক্রোফট নগর গ্রামের জিয়ারুলের বাড়ি থেকে শান্তিনগর জামে মসজিদ পর্যন্ত ,একটি রাস্তার ফ্লাট সলিং এর কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী জানান, এলজিএসপির অর্থায়নে ফ্ল্যাট সলিং রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ,দুর্নীতি হয়েছে। আরো বলেন সরকারি রাস্তার কাজ এক নম্বর ইট এবং এক নম্বর বালি দিয়ে হয়, কিন্তু তা না হয়ে নিম্নমানের তিন নাম্বার ইট ও নিম্নমানের বালি দিয়ে তৈরি করা হয়েছে। সরকারের বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাৎ করেছে। যে ইট দিয়ে রাস্তা বানিয়েছে এ বছর যেতে না যেতেই নষ্ট হয়ে যাবে। তদন্ত করলে দেখতে পাবেন নিম্নমানের বালি দিয়ে কাজ করার কারণে রাস্তা এক সপ্তাহের মধ্যে অনেক যায়গায় বসে গিয়েছে। আমরা চাই বিষয়টি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হোক। 
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ মন্ডল জানান আমি কোন নিম্নমানের ইট দিয়ে কাজ করি নাই আপনারা তদন্ত করে দেখতে পারেন। 

এ বিষয়ে নির্বাহি অফিসার শারমিন আক্তার জানান এলজিএসপির কাজ দেখা আমাদের হাতে না এটা আমাদের কোন বিষয়ও না তবে আমার জানামতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার  কোন বিধান নাই।

Post a Comment

Previous Post Next Post