পূর্বাচল আদর্শ সেবা সংস্থার পক্ষ থেকে মাক্স বিতরণ।


নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি, 
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন পূর্বাচল আদর্শ সেবা সংস্থা যে রকম প্রতিবার মানুষের সেবায় নিয়োজিত ছিল, তেমনি আজকেও  রূপগঞ্জ ইউনিয়নেরপূর্বাচল আদর্শ সেবা সংস্থার পক্ষ থেকে, ২৩ নং পিতলগঞ্জ ব্রাক্ষ্মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র ছাত্রী দের মাস্ক বিতরণ করা হয়। দীর্ঘ ১৮ মাস করোনার কারণে স্কুল বন্ধ ছিল। আজ ১২/ ০৯/২০২১ তারিখ স্কুল খুলেছে।শিক্ষাথীর দের কে সচেতন করতে এবং তাদের কে উৎসাহ যোগাতে আমাদের এ কার্যক্রম।মাস্ক বিতরণে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃমোক্তার হোসেন স্যার,প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়।মোঃমন্জুরুল ইসলাম স্যার,প্রধান শিক্ষক, ২৩ নং পিতলগঞ্জ ব্রাক্ষ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মোঃহালিম স্যার, এনামূল স্যার,মোঃওহাব স্যার।পূর্বাচল আদর্শ সেবা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আবদুল ওহাব ভূইয়া, সভাপতি। মোঃরাশেদ ফকির, সাধারণ সম্পাদক। মোঃলুৎফর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। মোঃপারভেজ ফকির, সাংগঠনিক সম্পাদক। রাসেল আহমেদ ফকির, সহ সভাপতি। মোঃসেলিম রেজা, অর্থ সম্পাদক। নিগার সুলতানা রোজিনা, যুগ্ম সম্পাদক। আঃমান্নান,তথ্য ও প্রচার সম্পাদক। আরো গন্য মান্য ব্যক্তি বর্গ।

Post a Comment

Previous Post Next Post