নারুয়ায় বিস্ফোকারণে এক নারীসহ তিনজন আহত ।



মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া নামক এলাকায় রোববার (২৬ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে মেহগুনি গাছ কাটার সময় বিস্ফোরণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪) বাকসাডাঙ্গির আবদার (৪৫) ও খাটিয়াপাড়ার জলিল মন্ডলের ছেলে জিন্নাত (৩৫)।

আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই বিষয়ে নারুয়া ইউপি চেয়ারম্যান আবদুল সালাম (মাস্টার) জানান,বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগুনি গাছ কাটার সময় গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরণ হয়। এ সময় গাছ কাটায় নিয়োজিত দুই ব্যক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক নারী আহত হয়েছেন। গাছের নিচে  জিআই পাইপ দেখা গেছে। শুনেছি কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরণ হয়।হয়তো পাইপে বোমা জাতীয় কোনো বস্তু ছিল। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত  কমকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান,গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post