সপ্তাহ ব্যাপি কভিড-১৯ ভ্যাকসিন ফ্রি নিবন্ধন।



নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন, নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থা  সপ্তাহব্যাপি ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কার্যকর্ম শুরু করেছে। 
এ সময় সংস্থার সভাপতি ইখতেখার ভূইয়া রিদেন জানাই, কাঞ্চন পৌরসভার একজন মানুষ ভ্যাকসিন ছাড়া থাকবে না। আমরা সপ্তাহ ব্যাপি কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্যাম্পেন করে ফ্রি নিবন্ধন করে দিব। সপ্তাহ ব্যাপি ফ্রি নিবন্ধন সিডিউল প্রকাশ করা হলোঃ 
ফ্রি করোনা ভ্যাক্সিন নিবন্ধন ক্যাম্পিং নিম্নোক্ত ৫ টি এলাকায় হবে ঃ
১. তারিখঃ ২/৯/২১ ইং রোজ বৃহস্পতিবার।
    স্থানঃ চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন।
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
২. তারিখঃ ৩/৯/২১ ইং রোজ শুক্রবার। 
    স্থানঃ চরপাড়া। 
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
৩. তারিখঃ ৪/৯/২১ ইং রোজ শনিবার। 
    স্থানঃ রাণীপুরা ভূইয়া বাড়ি মসজিদ মাঠ।
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
৪. তারিখঃ ৫/৯/২১ ইং রোজ রবিবার।
    স্থানঃ কেরাব মোড়।
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
৫. তারিখঃ ৬/৯/২১ ইং রোজ সোমবার।
    স্থানঃ কালাদী স্ট্যান্ড
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
৬. তারিখঃ ৭/৯/২১ ইং রোজ মঙ্গলবার।
    স্থানঃ আতলাশপুর গাউছিয়া জামে মসজিদ, আতলাশপুর, হাটাব।
    সময়ঃ বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টা।
এ সময় উপস্থিত ছিলেন নিঃস্বার্থ সমাজকল্যাণ সঃস্থার একঝাক মানবপ্রেমী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Post a Comment

Previous Post Next Post