ডাসারে অফিসার ইনচার্জ হাসানুজ্জামানের সাফল্য অর্জন, থানায় মামলা শূন্য


সৈয়দ সোহেল মাদারীপুর প্রতিনিধি ঃ

মাদারীপুরের ডাসার থানায় কোনো মামলার জিডি, তদন্ত, পুলিশ ক্লিয়ারেন্স আটকে নেই। আগস্ট  মাসের শেষে সব অপেক্ষমাণ তদন্ত ও মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান। 


ডাসার থানা সূত্রেজানা যায় যে, গত জানুয়ারি ২০২১ ইং তারিখ থেকে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন ধারায় ৬১ টি মামলাই নিষ্পত্তি হয়েছে। ডাসার থানায়  মামলা নিষ্পত্তির হার শতভাগ। ডাসার থানায় পূর্বে সর্বমোট ১১০ টি গ্রেপ্তারী পরোয়ানা ছিল। জানুয়ারি ২০২১ ইং তারিখ  থেকে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত জিআর- ৬৮,  সিআর-  ৪১,  জিআর সাজা-০৬, সিআর সাজা-০২ সর্বমোট- ১৭৭ টি গেপ্তারী পরোয়ানা  প্রাপ্তি হয়ে পূর্বের মুলতবী সহ জিআর সাজা ১০২, সিআর- ৫৬, জিআর সাজা-১০, সিআর সাজা-০৫, সর্বমোট - ১৭৩ টি গেপ্তারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে জিআর - ১৬, সিআর-০৬, জিআর সাজা-২৩, সিআর সাজা-০৯, সর্বমোট-৫৪ টি গেপ্তারী পরোয়ানা মুলতবী আছে। 

২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধানের স্লিপের সংখ্যা শূন্য।২০২১ সালের আগস্ট মাস শেষে অপমৃত্যু মামলার সংখ্যা -১৪ টি, স্মারক নিষ্পত্তির সংখ্যা-৩৪০ টি।পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা-৬৬ টি,।অনিষ্পত্তিকৃত পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা শূন্য। চলতি মাসে ৬৬ টি পুলিশ ক্লিয়ারেন্স নিষ্পত্তি করা হয়েছে। উল্লেখ্য, ওসি হাসানুজ্জামান গত ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখে ডাসার থানায় যোগদান করার পর থেকে ডাসার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ টি বিট অফিস ও ৯৬ টি ওর্য়াড ভিত্তিক মিটিং করে মানুষ কে সচেতন মুলক বক্তব্য রাখেন। এছাড়াও প্রতি শুক্রবার পাঁচটি ইউনিয়নের মসজিদে -মসজিদে গিয়ে  জুম্মার নামাজের দিন সচেতনতা মূলক  বক্তব্য প্রদান করেন। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে বিভিন্ন সচেতন মুলক কাজ করে আসছে। এছাড়াও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রাম্য পুলিশদের নিয়ে মাসিক সভার আয়োজন করে আসছে। ৫ টি ইউনিয়নের ২০০ টি মসজিদের ইমামদের নিয়ে মিটিং করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও কিশোর গাং সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। তাছাড়া তিনি আসার পরে থানার আশেপাশে দালালদের সংখ‍্যা কমছে।


ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, বর্তমানে ডাসার থানা মামলা শূন্য।যেগুলো বাকি ছিল সবই নিষ্পত্তি করা হয়েছে।অপমৃত্যু মামালা থেকে শুরু করে কোন মুলতবি মামলা নেই।ডাসার থানায় মামলা করতে কোন টাকা-পয়সা লাগেনা। জেলা 

পুলিশ সুপার মহাদয়ের সঠিক দিকনির্দেশনায়  ডাসার থানার সকল পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফলে এই সফলতা অর্জিত হয়েছে।


Post a Comment

Previous Post Next Post