সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সাঈদ আনোয়ার
মতি ভাই এর জন্মদিন এর উপলক্ষে বলেন যে,
এখন তো সবাই আওয়ামীলীগ নেতা সাজতে চায়।
অনেকে আওয়ামীলীগার সেঝে ঘাপটি মেরে বসে আছে।
দলের দুঃসময়ে নাসিক ০৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের পক্ষে কারা রাজপথে ছিল, সিদ্ধিরগঞ্জবাসী তা জানে !!
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের প্রতি দাবী থাকবে, কোন হাইব্রীডের কারনে যেন দলের ত্যাগী নেতৃবৃন্দের প্রতি সামান্যতম অবমূল্যায়ন না করা হয় !!
আমি রাজনীতি বুঝি না, শুধু বুঝি আওয়ামীলীগ।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ এর ক্ষুদ্র একজন কর্মী আমি আশরাফুল ইসলাম ইফতি !!
আমি চাই আসছে নির্বাচন এ নাসিক ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিসবে আমাদের সবার প্রিয় সবার ভালবাসার (আলহাজ্ব মতিউর রহমান মতি) ভাইকে।
Tags
দেশের খবর