প্রিয় বড় ভাইয়া,আপু, স্নেহের ছোটভাই ও বোন,শুভাকাঙ্ক্ষী সিরাজগঞ্জ, শাহজাদপুর, বাড়াবিল গ্রামের মধ্যপাড়ার মোঃ আব্দুল আলিম মোল্লার ছোট ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান মান্না গত ৯ সেপ্টেম্বর গ্যাস ফোম করাই স্হানীয় হসপিটালগুলোতে বিভিন্ন পরীক্ষার পর ডাক্তাররা জানতে পারে তার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে। এমতাবস্থায় তার অপারেশনের দরকার হলে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল এন্ড হসপিটালে পাঠাই এবং সেখানে অপারেশন করা হয়।কিন্তু অপারেশনের পর তার অবস্থা আশঙ্কাজনক হলে ডক্টর দ্রুত আইসিইউ তে চিকিৎসার জন্য তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে রেফার্ড করেন।
এই পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিই ছিল এই ছোট ভাই এবং তার বড় ভাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই (EEE)১০ম ব্যাচের একজন ছাত্র। Md Monirul Islam তার পড়াশোনার খরচ চালাত।। এদিকে তার বাবা মোঃ আব্দুল আলিম মোল্লা গত দুই বছর যাবৎ প্যারালাইসিস রোগী।কিন্তু আইসিইউতে চলমান এই চিকিৎসার জন্য প্রতিদিন সর্বনিম্ন ৩০-৪০ হাজার টাকা প্রয়োজন। তাই এত বেশি টাকা বহন করা এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু এদিকে ওর চিকিৎসাও দরকার। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই ছোট ভাইয়ের জীবন বাঁচাতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন । আপনাদের সামান্য সহযোগিতায় আমাদের জন্য অনেক কিছু।
দয়া করে আপনারা সবাই আমাদের পাশে দাড়ান। আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।
সহযোগিতা পাঠাতে
বিকাশ পার্সোনাল ০১৬২৯-১৫০৫৪৩
ডাচ্-বাংলা ২২৯১০৩০১৬৫৩১১
নাম্বার নিজের রুগীর বড় ভাই
বিকাশ একাউন্টঃ 01774309892
রকেট একাউন্টঃ 017743098925
নগদ একাউন্টঃ 01774309892
কেউ চাইলে রুগীর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারেন ০১৭৭৪-৩০৯৮৯২
Tags
জরুরি খবর