কালুখালী থানা পুলিশের অভিযানে একজন জিআর পোরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

                         মোঃসুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:            কালুখালীর চর হামরাট থেকে এক জন নারী ও শিশু নির্যাতনকারী জিআর পরোয়ান ভুক্ত আসামি ১। মোঃআমিরুল চৌধুরী, পিতা- ফিরোজ চৌধুরী গ্রেফতার করেন। ০৫/০৯/২০২১ খ্রিঃ এসআই (নিঃ) মামুন মিয়া সঙ্গীয় অফিসার ফোস পরিচালনাকালে নারী ও শিশু নির্যাতন মামলা নং-৫৯/২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী-২০০৩) এর ১১(গ)/৩০,                            উক্ত আসামিকে অদ্য ০৬/০৯/২১ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

Post a Comment

Previous Post Next Post