সলঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় নির্মান শ্রমিকের মৃত্যু।



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মেরাজুল ইসলাম মেরাজ 

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিমেন্টের বস্তা নিয়ে রাস্তা পারা পারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় বাবু মিয়া (৩২) নামে এক নির্মান শ্রমিক মারা গেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার চড়িয়া মধ্যপাড়া আমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নির্মান শ্রমিক উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান,সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া আমতলা এলাকায় সিমেন্ট নিয়ে  রাস্তা পার হয়ে আশরাফুল ইসলামের ভবনে কাজ করার জন্য যাচ্ছিল। এসময় ঢাকা গামী একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করার প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post