আসাদুজ্জামান আসিফঃএক জমিতেই ২০ মেগাওয়াট বিদ্যুৎ!
বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বাংলাদেশ। গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার ছাড়াই শুধু প্রাকৃতিক উৎস সূর্যের আলো থেকেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারের টেকনাফে প্রায় তিন বছর আগে চালু হওয়া এ সোলার পার্ক থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ।
সোলার হোম সিস্টেম, সোলার মিনি গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলো পৌঁছে দেওয়া সম্ভব হলেও ময়মনসিংহে ৫০ মেগাওয়াট, টেকনাফে ২০ মেগাওয়াটের সোলার পার্কই এখন পর্যন্ত উৎপাদনে থাকা সৌর বিদ্যুতের বড় উৎস।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, গবেষণা ছাড়া এ খাতে উন্নয়ন বাস্তবায়ন করা দুরূহ কাজ। তিনি বলেন, জমি পাওয়া একটা বড় বিষয়, কারণ সোলার প্রজেক্ট ১০০ মেগাওয়ার্ট করতে গেলে ৩৫০ একর জমি লাগে, কষিজমি নয় এমন জমি একসঙ্গে জোগার করা খুবই কঠিন বিষয়।
সৌরসহ নবায়নযোগ্য শক্তিতে সাধারণ মানুষকে আগ্রহী করতে বেশকিছু ব্যবসায়িক মডেল শিগগিরই চূড়ান্ত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
Tags
দেশের খবর