বালিয়াকান্দিয়াতে চা বিক্রেতাকে হত্যার চেষ্টা

মোঃসুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:            রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজারে প্রাণবন্ধু মাতব্বর (৩৫)নামে এক চা বিক্রেতাকে সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে।       ঢোলজাবি বাজার ব্যবসায়ীদের তথ্য মতে,পারুলিয়া গ্রামের রমেশ মাতব্বরের ছেলে রিপন (২৫) এই চা বিক্রেতাকে হত্যাচেষ্টায় লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যান।

আহত যুবক গুরুত্ব অসুস্থ হয়ে এখন বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত অবস্থায় ভতি রয়েছেন।
ঢোলজানি বাজারের বিভিন্ন  মানুষ জানান, এই রিপন প্রায় সময় গ্রামের বিভিন্ন মানুষকে মারতে যান। 

Post a Comment

Previous Post Next Post