জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ উপজেলার
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাএ/ছাএীদের যাতয়াত এর মাধ্যম হলে নৌকাতে।
দীর্ঘ ২বছর পর ১২( সেপ্টেম্বর) রোজ রবিবার সরকারি নির্দেশে স্কুল খোলা হইছে।
তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুরিয়া গ্রামে পানি থাকার কারণে স্কুলের ছাএ/ছাএীরা নৌকায় যাচ্ছে।
এলাকার মানুষেরা বলেন দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়েদের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু স্কুল খোলা সাথে সাথে স্কুলে যাবার জন্য খুব অগ্রহ প্রকাশ করে।
ছাত্র/ছাএীরা বলে স্কুলে যাবার জন্য খুব ভালো লাগছে আমাদের। অনেক দিন পর আমরা স্কুলে যাচ্ছি।
নৌকায় দলে দলে যাচ্ছে ছাএ -ছাএীরা।
Tags
জরুরি খবর