যমুনা নদীর পানি অব্যাহত,ভোগান্তিতে বন্যা কবলিত মানুষ।



মোছাঃ ববি আক্তার  কাজিপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অনেক অবনিত হয়েছে। ভোগান্তিতে পড়ছে বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষ। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবদুল লতিফ জানিয়েছেন গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর বাধ পয়েন্টে ০৮ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ০৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর সবগুলো পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অভ্যন্তরীন নদনদী পানি বৃদ্ধি অব্যহত থাকায় সিরাজগঞ্জ সদর কাজিপুর, বেলকুচি,শাহজাদপুর ও চৌখালি উপজেলার নদী তীরবর্তী নিম্ন এলাকা ও চরএলাকা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনিতি হয়েছে। এতে পানিবন্দি হয়ে মানবতার সাথে জীবন - যাপন করছে অর্ধ লাখ মানুষ। 

একই সাথে নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। এরই মধ্যে নদী ভাঙ্গনে অনেক পরিবারের ঘরবাড়ি,বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটানা বন্যার কারনে অনেক খেতের  ফসল ও গবাদিপশুসহ সহায়- সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। 

এদিকে জেলা এান ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহিম জানান,বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্ততি রয়েছে। খাদ্য সামগ্রিক  মজুদ আছে খাদ্য  সামগ্রি বরাদ্দ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post