ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় দু’জন নিহত



বিশেষ  প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে  বাস চাপায়  দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার  সকাল ১১ টার  দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস ভ্যানকে চাপা দিলে,  হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, ভ্যান চালক শুকুর গাজী( ৪০)। ইতালি প্রবাসী আমির ব্যাপারী(৩৫)।ভ্যান চালক শুকুর কর্ণপাড়া এলাকার সফি গাজীর ছেলে। আমির উপজেলার  বালীগ্রামের ইলিয়াস বেপারীর ছেলে।আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার জেরে স্থানীয় 
বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে, গাড়ী ভাংচুর করে।

খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি 
নিয়ন্ত্রনে আসে।এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বাস চাপায় দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post