পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার ,খায়রুল আলম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলামের সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায়, কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ ,সাবিরুল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার ১৪ অক্টোবর সকাল সাড়ে নয়টার সময় এসআই সাহেব আলি, এসআই মেহেদী হাসান পান্নু ,ও এসআই আসাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার বটতেল হাইওয়ে রোড সংলগ্ন, ব্রিজের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ৫০০ গ্রাম গাঁজাসহ একটি অ্যাপাচি আরটিআর 160 সিসি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল সহ রতন সরদার ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বলেন, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Tags
দেখের খবর