গেম প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে মুশফিককে নিয়ে তৈরি ক্রিকেট গেমিং অ্যাপ- ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’।



নিজস্ব প্রতিবেদকঃশুক্রবার (০১ অক্টোবর) থেকেই প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। এরপর ১৫ অক্টোবর থেকে অ্যানড্রয়েড এবং ডিসেম্বরে আইওএস প্লাটফর্মে উঠবে এই গেমিং। 

শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও দেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ লাখ টাকার প্রাথমিক বিনিয়োগ নিয়ে তৈরি হয়েছে অ্যাপটি। কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশী প্রোগ্রামার মিলে কাজ করেছেন অ্যাপটি তৈরিতে। প্রায় পাঁচমাস নির্মাণ কাজ শেষে এবার উদ্বোধনের অপেক্ষা।

‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’ গেমে দেখা মিলবে হাই-ডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। নির্মাতাদের দাবি, যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন, ফিল্ডিং সাজানোসহ ম্যাচের প্রায় সবকিছুই এখানে যুক্ত করা হয়েছে।

তিনটি গুরুত্বপূর্ণ মোডিউলের ব্যবস্থা রাখা হয়েছে গেমটিতে- জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। নির্মাতারা জানিয়েছেন, তারা গেমটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপস্টোরে আপলোড করেছিলেন। মাত্র ২৪ ঘন্টায় সেখানে নাকি এক লাখ ৬০হাজারের বেশী সাবস্ক্রিপশন জড়ো হয়। তিনি আরও জানিয়েছেন, এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি.

Post a Comment

Previous Post Next Post