জনপ্রিয়তার শীর্ষে, মায়াবী রোমান্স মল্লিক।


কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এক গর্বিত নাম মায়াবী রোমান্স মল্লিক।
 ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ,বাংলাদেশ জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটি। সংরক্ষিত সদস্য ১ নম্বর ওয়ার্ড জেলা পরিষদ কুষ্টিয়া। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা। তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণের পছন্দের একজন ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন, সর্বস্তরের জনগণ তাকে সম্মান ও শ্রদ্ধা ভরে দেখেন। পুরুষশাসিত সমাজে তিনি নারীদের অধিকার নিয়ে কাজ করেন তার লক্ষ্য নারীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াক নারীরা স্বয়ং সম্পন্ন হোক ,নারীরা যেন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি সংরক্ষিত সদস্য হিসেবে নির্বাচিত হবার পর, ১৫ই জুন ,২০১৭শপথ গ্রহণের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম এবং দান-খায়রাত করে আসছেন। যার ভেতরে অনেকগুলো উল্লেখযোগ্য তথ্য আমাদের কাছে আছে, যেমন, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা ঈদগাহ ,মন্দির শ্মশান সহ রাস্তাঘাট স্কুল-কলেজ বিভিন্ন ক্ষেত্রে তার দান অস্বীকার্য। সকল ক্ষেত্রে তার সম্পৃক্ততা স্মরণীয়। উল্লেখযোগ্য কাজের মধ্যে যেমন রয়েছে। ফিলিপনগর জামে মসজিদ, শান্তি পাড়া জামে মসজিদ, পচা মাদিয়া হাই স্কুল পাড়া জামে মসজিদ,তারাগুনিয়া মধ্যপাড়া মসজিদ বাউন্ডারি ওয়াল, তারাগুনিয়া মধ্যপাড়া জামে মসজিদ গেট নির্মাণ, তারাগুনিয়া গোরুস্থানের গেট নির্মাণ ,খলিসাকুন্ডি কাঁচা বাজার জামে মসজিদ, কৈপাল দাসপাড়া মন্দির ,দুঃখীপুর ঈদগা ,শশীধরপুর মধ্যপাড়া ঈদগা মাঠ, শেহালা দাখিল মাদ্রাসা শশীধরপুর রাস্তা হিসনা পাড়া মহাশ্মশান ,সাতারী পাড়া মাধ্যমিক বিদ্যালয় (আড়িয়া)। ক্রীড়া সামগ্রী বিতরণ ও অন্যান্য সমস্ত কাজের সঙ্গে তার সম্পৃক্ততা অনস্বীকার্য। প্রতিবছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ ,করোনা কালীন সময়ে হেক্সিসল, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ এবং সচেতনতা মূলক প্রচার কাজ করে থাকেন। মায়াবী রোমান্স মল্লিক এর সঙ্গে কথা বললে তিনি জানান। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ,একজন নারী ,আমি তার আদর্শে আদর্শিত হতে চাই,আমি একজন নারী হিসেবে নারীর পাশে থেকেই নারীর অধিকার আদায়ে লড়ে যাব এবং নারীদের নিয়ে কাজ করব এটাই আমার প্রত্যয়।

Post a Comment

Previous Post Next Post