সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
হাজী মাহমুদুর রহমান এবার এর নাসিক ০১ নংওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী। আলহাজ্ব মজিবর রহমান সাহেবের বড় ছেলে হাজী মাহমুদুর রহমান গতকাল নাসিক ০১ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন এর ঘোশনা দেওয়ার বরতমান কাউন্সিল ওমর ফারুক এর বিদায় ঘনটা বেজে গেল বলে এক প্রকার গুঞ্জন উঠেছে বলে শুনা যাচ্ছে।
কারন বিবিন্ন বিতরক এর কারন এ ওমর ফারুক জনপ্রিয়তা হারিয়ে অনেক আগেই। কারন কাউন্সিলর ওমর ফারুক দুই নৌকার মাঝি হিসেব এলাকায় বেস পরিচিত। কখনো তিনি মেয়রের কাছের লোক। কখনো আবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের লোক বনে যান। এভাবেই চলছেন তিনি গত ৫ বছর। এলাকাবাসীর মতে, এতে তিনি উভয়ের কাছ থেকে সুবিধা নেন। যখন যাকে প্রয়োজন, তখন ওমর ফারুক তার সান্নিধ্যে চলে যান। সেখানেই তাকে দেখা যায়। প্রয়োজন শেষে বিপরীত দিকে ইউটার্ণ করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি রুটিন মাফিক ধারাবাহিকভাবে ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ করে আসছেন। কিন্তু চতুর ওমর ফারুক তার ওয়ার্ডেও উন্নয়নগুলোতে নিজের কষ্টের কারণে অর্জিত বলে এলাকায় প্রচার করছেন। ভোটও চাচ্ছেন একই ঢোল বাজিয়ে। উন্নয়নের দোহাই দিয়ে এবং অহংকার করে নানাভাবে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন বলে এলাকাবাসী জানায়।
সেখানে মাহমুদ এর নির্বাচন করার ঘোশনায় বেশ বেকায়দা পরেছে কাউন্সিলর ওমর ফারুক। গতকাল প্রতিটি মসজিদ এ মসজিদ এ মুসল্লিদের উদ্দেশে বলেন আমার ছেলে মাহমুদ কে আপনাদের সকল এর সেবা করার জন্য সিটি করপোরেশন নির্বাচনে দার করাচ্ছি। প্রথম এ নির্বাচন এর ইচ্ছা নাহ থাকলে ও এলাকাবাসীর অনুরদে নির্বাচন এর প্রস্তুতি নিয়েছি। আপনারা সবাই মাহমুদ এর জন্য দোয়া করবেন। যাতে করে আপনাদের সকল বিপদ আপদ এ আপানাদের সাহায্যে করতে পারে। ০১ নং ওয়ার্ড কে চাদাবাজ,সন্ত্রাস,মাদক,জুলুমবা জ, মুক্ত একটা সুন্দর ০১ নং ওয়ার্ড আপনাদের উপহার দিতে পারে।
এ সময় মাহমুদ বলেন, আমি আপনাদের ই সবার ভাই,ছেলে,বন্ধু, আমি পাশ করি আর ফেল করি আমি আপনাদের সকল এর সাথে থাকতে চাই বিপদ এ আপদ এ। আমকে আপনাদের সেবা করার জন্য সুজুক দিবেন আসা করি। আমি চাই আমার বাবা'র মত আমকে ও আপনারা সারবিক ভাবে সহজগিতা করবেন। আমি আপনাদের সকল এর কাছে দোয়া কামনা করছি।
Tags
দেশর খবর