সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মাহমুদুর রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকার মো. মহিউদ্দিনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মজিবুর রহমান সাহেবে।
উঠান বৈঠকে হাজী মাহমুদুর রহমান বলেন, প্রথমেই আপনাদের সালাম জানিয়ে আমি বলতে চাই এই এলাকার কে কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না। যদি আপনারা চান আমি কাউন্সিলর হই তাহলে প্রথমে এই ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের দূর করবো। আপনারা আমাকে কেনো চিনেন না তার কারণ হচ্ছে আমি সন্ত্রাসী কর্মকান্ড করি না। কারো জমি দখল করি না, কোন চাঁদাবাজি করি না। যদি এসব করতাম তাহলে আপনারা আমাকে ঠিকই চিনতেন। আমার কোন চাওয়া পাওয়া নাই। আমার কোন চাঁদাবাজির প্রয়োজন নাই। আমাদের যা আছে তা দিয়েই আমি চলে যেতে পারবো। আমি যদি কাউন্সিলর হই তাহলে এই ওয়ার্ডে কোন চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমি যদি কাউন্সিলর হই তাহলে আমার ওয়ার্ডের প্রতিটি জনগণ হবে কাউন্সিলর। আমি কাউন্সিলর হলে আমার ওয়ার্ডের প্রতিটি মুরুব্বিদের সম্মান করে চলতে হবে। মুরুব্বিদের অসম্মান করে আমি কোন বড় কাউন্সিলর হতে চাই না। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
Tags
দেখের খবর