সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের ক্ষতিকর ১ ইটভাটার শেয়ারের মালিক রাজু চেয়ারম্যান নিজেও

মানিকগঞ্জ প্রতিনিধি:


মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের হার্তনী গ্রামে কয় এক ইটভাটায় কৃষকের ধান নষ্টের কারন হয়ে দারিয়ে ছিল এবং আছে ধান নষ্ট এবং ইটভাটা বন্ধ করার জন্য কৃষক এবং চেয়ারম্যান নিচেও ওই মানবন্ধনে ছিলেন কিন্তু চেয়ারম্যান নিজে এই ইটভাটা হতে ট্রেড লাইসেন্স দিয়ে ছিল। 


আজ নতুন করে খবর জানা যায় এই ইটভাটার একটির শেয়ারে মালিক চেয়ারম্যান নিজেও মানে তিনি নিজিও মালিক।

 সময় বাংলার সম্পাদক তার facebook আইডি থেকে এই সম্পরকে জানায়। 


 

Post a Comment

Previous Post Next Post