সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ হাসান (২৩) নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। সে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতির সহযোগি ও ৬নং ওয়ার্ডের পুলিশিং কমিটির আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারের পর বুধবার রাতে মাদক ব্যবসায়ি হাসানকে র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
র্যাব-১১ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টায় নাসিক ৬নং ওয়ার্ডের পুরাতন থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে হাসানকে গ্রেফতার করে। পরে তার মোটরসাইকেলের সিটের নিচ লুকিয়া রাখা অবস্থায় ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত হাসান দীর্ঘদিন যাবত মাদক কেনা বেচা ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব তাকে থানায় হস্তান্তর করে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
ওদিকে এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত হাসান ছাড়াও কাউন্সিলর মতির নাতিন জামাই সন্ত্রাসী পানি আকতার নিজেই একটি বাহিনী গড়ে তুলেছে। ওই বাহিনী দিন দিন বেপোয়ারা হয়ে উঠেছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আকতারের সহযোগী হিসেবে শামীম, মিজান, নুর হোসেন, হাসান, রাসেল, আল-আমিন, মহিন, আরিফুল, জীবন, রাফি, রিদয় মাদকের কারবারের সাথে জড়িত। এছাড়াও সন্ত্রাসী পানি আকতার আদমজী ইপিজেডের মালামাল পাচারকারী হিসেবেও পরিচিত। এসও রোড এলাকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অফিসে অগ্নিসংযোগ করেছিল সন্ত্রাসী আকতার বাহিনী।
এলাকাবাসী মাদক ব্যবসায়িদের গ্রেফতারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Tags
অপরাধ