পাংশায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত


মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী)প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে সোমবার (৪অক্টোবর)সকালে ট্রেনে কাটা পড়ে মোমেনা বেগম (৫৫) ও রুকাইয়া (২) নামে দুজন নিহত হয়েছে। 

নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি।

স্থানীয়রা জানান উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রমাণিকের সাথে নিয়ে বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া গ্রামের আত্নীয়ের লাশ দেখে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হয়।

সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিটের সময় বালিয়াপাড়া সেনের বাড়ির পাশ্ববতী ব্রীজের পাশে কাশেম খাঁর বাড়ির সামনে রেললাইনের উপর দিয়ে এপার থেকে ওপারে যাবার কালে রাজশাহী থেকে ছেড়ে আশা রাজবাড়ীগামী মধুমতি ট্রেনের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্হলেই তাদের দুজনের মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post