সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, সাবেক নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও শামীম ওসমান সমর্থক গোষ্ঠী, সিদ্ধিরগঞ্জ শাখার যুগ্ন আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সবার আয়জন করা হয়েছিল আজকে সন্ধায়। এ সময় হুসিয়ারি দিয়ে বলা হয়ছে কে বা কারা এই এসও এলাকায় মাদক,সন্ত্রাসি,চাদাবাজি,ভুমিদসসু,ইবটিজিং,জমি ধখল,মারামারি,অস্রের জন-জনানি করে বেরায় তা এই সমাজ এর সকল এর জানা আছে। সময় আছে এখন ও ভাল হয়ে জওয়ার। মিথ্যা মামলায় সাধারন মানুষকে হয়রানি করে বেরানো জাদের নেসা ও পেসা তাদের এই সমাজ এর সব লোক এর ই জানা আছে। কেও নাকি আছে যে এই এলাকায় নেতা হতে চায় লজ্জা লাগে জাদের চরিএ এর নাই ঠিক তারা আবার করবে এই এলাকার মানুষের জনসেবা। কার দিকে আংগুল দিয়ে বলার আগে নিজের অতিত নিয়ে র বরতমান নিয়ে দেখতে হিবে। বক্তব্ব দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হোসেন আহমেদ সর্দার, জেলা যুবলীগের সদস্য এমএ কাদের, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ভারত শাখার সাধারণ সম্পাদক মুন্না, নাসিক ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল, যুবলীগ নেতা আনিসুর রহমান, সাবেক সুমিলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান বাদল,জাহিদুল ইসলাম মন্ডল, অহিদুল ইসলাম মন্ডল, শুভ,নিহাল,রিফাত,ইয়াকুব, সহ প্রমূখ।
Tags
দেশের খবর