কারাগারে এক জনের মৃত্যু।

 




জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জ   জেলা কারাগারে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মমিন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পার পাচিল গ্রামের বাসিন্দা ছিলেন।


 
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আব্দুল বারেক বলেন, ২০২০ সালের ১৬ আগস্ট ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন আব্দুল মমিন।


 
রোববার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মমিন। রাতেই তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

Post a Comment

Previous Post Next Post