আল-আমিন স্বাধীন
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরের বারনই নিউজের ব্যুরো চীপ ও মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফিজুর রহমানের পিতা আব্বাস আলী (আলাল)(৫৭), ১৭ অক্টোবর ২০২১আজ রবিবার সকাল ৫ ঘটিকার সময় মৌগাছী বাজারে পান বিক্রয় করে যাওয়ার পথে মৌগাছী খয়রার মাঝ পথে ভ্যানের সাথে সিএনজির ধাক্কায় পড়ে গেলে এলাকার লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে ।ইন্না লিল্লাহি,ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি স্ত্রী,১ ছেলে ৩ মেয়ে আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজা আজ বাদ মাগরিব মরহুমের যানাজা নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ণ করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি রতন মাস্টার,মুত্তাকিন আলম সোহেল (সাধারণ সম্পাদক), রিপন আলী(সিনিয়র সহ-সভাপতি), কামরুল হাসান (যুগ্ম সম্পাদক),মোতাহারুল হাসান সুমন(সাংগঠনিক সম্পাদক), সাগর হাসান অভি(দপ্তর সম্পাদক), ইমরুল কায়েস সিহাব(তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক),সদস্য সাইদুর বারি,জুয়েল রানা,মুখলেছুর রহমান।
Tags
জরুরি খবর