স্টাফ রিপোর্টার, শিহাব সবুজ, কুষ্টিয়া:-কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে, আলী হোসেন শেখের ছেলে, রাকিবুল সেখ(৩২) ,মোহন শেখের ছেলে, হোসেন শেখ (২৯) নামের দুই বালি ব্যবসায়ীকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ভেড়ামারা উপজেলার, ফয়জুল্লাপুর গ্রামের বাসিন্দা ।গত বুধবার বিভিন্ন পত্রিকায় বালি উত্তোলন নিয়ে খবর প্রকাশিত হলে, উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজ শাহিন খসরু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরু জানান যে, আজ দুপুরে উপজেলা মরিচা ইউপি কোলদিয়াড় এলাকার পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।অবৈধভাবে বালি উত্তোলনের কারণে, বালি মহল ও মাটি রক্ষা আইন ২০১০ এর ১৫/১ ধারা অনুসারে, রাকিবুল শেখ, হোসেন শেখ কে জরিমানা করা হয় ।তারা দুইজন তাৎক্ষণিকভাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে, মোট তিন লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজ শাহিন খসরু সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tags
দেশর খবর