আসাদুজ্জামন আসিফঃগাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে পলাশবাড়র পৌরসভার একাউন্টেন্ট কাজলকে এক বোতল বিদেশী মদ ও চার লক্ষ ২০ হাজার আটকসহ করেছে র্যাব-১৩।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার একাউন্টেন্ট আলমগীর হোসেন কাজল (৪৬) কে উপজেলা পরিষদের ডমেডর (পুরুষ হোস্টেল) হতে রাত সাড়ে ৮ টায় আটক করে র্যাব। এ সময় তার কাছে ১ বোতল বিদেশী মদসহ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। অভিযানে পলাশবাড়ী নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন। এ বিষয়ে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে যাহার মামলা নং-০৬। গ্রেফতারকৃত আলমগীর হোসেন কাজল পাবনা জেলার সাথিয়া উপজেলার তেঘরী গ্রামে আমজাদ হোসেনের পুত্র।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
Tags
অপরাধ