আল আমিন স্বাধীন
মোহনপুর প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার 10 নং নুরুল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী স্বাধীন কৃষ্ণ রায় ।
গত 22 অক্টোবর 2021 ইং তারিখে নৌকার মনোয়নপত্র ঘোষণা দেওয়া হলে 10 নং নুরুল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী স্বাধীন কৃষ্ণ রায়কে নৌকার মানোয়নপত্র নির্বাচিত হন ।
আর সেই আনন্দে ২৭ অক্টোবর 2021 ইং রোজ বুধবার ৩ ঘটিকার সময় 10 নং নুরুল্যাবাদ আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বের হয়ে পুরো ইউনিয়ন মোটরসাইকেল শোডাউন এবং আনন্দ মিছিল করেন ।
জানা যায়, তিনি নৌকার মনোয়নপত্র পাওয়াতে ইউনিয়ন বাসীদের মধ্যে আনন্দ বিরাজ করছে আর সেই আনন্দে প্রায় একশত মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল করেন পুরো ইউনিয়ন জুড়ে এবং ইউনিয়ন বাসী দের সঙ্গে মত বিনিময় করেন স্বাধীন কৃষ্ণ রয় উপস্থিত ছিলেন ছাত্রলীগ-যুবলীগ কৃষক লীগ সহ আরো নেতা বৃন্দু ।
স্বাধীন কৃষ্ণ রায় বলেন, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও আমার এলাকাবাসীদের যাদের দোয়ায় আজ আমি পত্র পেয়েছি । এবং আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।
Tags
জরুরি খবর