মান্দায় গৃহবধূর আত্মহত্যা ।


 



আল আমিন স্বাধীন 
মোহনপুর  প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কটকতৈল নামক গ্রামে আফরোজা বেগম (৩৫)নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজা বেগম এর বাবার বাড়ি মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন এর  নারায়ণ পুর গ্রামের ম্যাসের আলীর মেয়ে  তার বিয়ে হয় ওই ইউনিয়নের কটকতৈল গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে বুলবুল হোসেন এর সঙ্গে তাদের একটি ছেলে ও দুইটি মেয়ে আছে  ।জানা যায় তাদের মাঝে মধ্যে ঝগড়া হয় । এদিকে তার স্বামী বুলবুল হোসেন বলেন যে আমার স্ত্রী  গত দুই দিন আগে তার বাপের বাড়ী গেছিলো কালকে বিকালে বাসায় আসছে আমি সারাদিন কাজ করে খুব ক্লান্ত থাকায় তার সাথে ভালো করে কথা বলতে পারিনি সময় আমরা একসাথে ঘুমাতে গেলে মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেলে তাকে আমার পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি তারপর আমার চাচাতো ভাই আফাজউদ্দিন কে ডাক দি । আফাজ উদ্দিন  মৃত ইজু কল্লার ছেলে ।
অবশেষে তাকে ময়নাতদন্তের জন্য মান্দা থানার নিয়ে যাওয়া হয় ।

Post a Comment

Previous Post Next Post