ডোমারে পৌরসভা নির্বাচনে অপ্রতুল ভোটে জয়লাভ করেন আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু



বর্ষা আক্তার, ডোমার উপজেলা প্রতিনিধি ঃ

২ রা নভেম্বর নীলফামারী জেলার ডোমার উপজেলায় সারাদিন (সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত)  কোনো বিসৃঙখলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।প্রতিটি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সবাই মিলিতভাবে নিজেদের ভোট প্রদাণ করে সু্যোগ্য নেতৃবৃন্দদের। 

নির্বাচনে ৩য় বারের মতো জয়লাভ করে বিএনপির সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।তার নির্বাচনি প্রতিক ছিল নারিকেল গাছ।৯৯৩ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। মোট ভোটের সংখ্যা ছিল ৪ হাজার ৬৬৭ ভোট। 

তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আফরোজা নাজনীন রুমি মোবাইল ফোন প্রতীক নিয়ে ৩ হাজার ৬৭৪ ভোট পায় এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গনেশ কুমার আগরওয়ালার মোট ভোটের সংখ্যা ২ হাজার ৪২৫ । 

এই ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার কর্মকর্তাগণ।

এছাড়াও ১ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন মিজানুর রহমান জুয়েল,২ নং ওয়ার্ডে সামছুল আলম,৩ নং ওয়ার্ডে আখতারুজ্জামান সুমন,৪ নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে মিজানুর রহমান তুলু,৭ নং ওয়ার্ডে রুবেল ইসলাম, ৮ নং ওয়ার্ডে কাওসার আলম ও ৯ নং ওয়ার্ডে আনারুল ইসলাম জয়লাভ করেন।শাহানাজ বেগম, উম্মে কুলছুম ও নাছিমা আক্তার সংরক্ষিত মহিলা আসনে জয়লাভ করেন।

সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ায় ডোমারবাসীরা সবাইকে ধন্যবাদ জানান।

 

Post a Comment

Previous Post Next Post