মোঃ সুজন হোসেন কালুখালী রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া গুলি করে হত্যা করেছে দুবৃওরা।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যেরাতে ইউনিয়নের বাবুপাড়ায় এলাকায় কাদেরর বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কমকর্তারা। স্থানীয় আব্দুল কাদের তার পরিবারের সদস্যরা সহ অন্যরা জানান,মধ্যে রাতে হঠাৎ গুলির চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা।সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ার পথে মারা যান তিনি।
তারা আরো বলেন,লতিফ মিয়ার শরীরে পাঁচটি গুলি চিহ্ন রয়েছে। কী কারণে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি সামনি ইউপি নির্বাচন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন,রাতে দুবৃওদের গুলিতে বাণীবহের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া নিহত হয়েছেন।তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে। দ্রুত ঘটনার কারণ উদঘটনা করা হবে।
Tags
জরুরি খবর