মোঃ সুজন হোসেন কালুখালী রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শনিবার ( ১৩ নভেম্বর) দিবাগত রাত ১২ টার কিছুক্ষণ পর ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন তিনি। এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে গুলি করে হত্যা করে দৃবৃত্তরা।
মামলার আসামিরা হলেন-রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোশেদ (৩৫),আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫),ঘিমোড়া গ্রামের হাসেম মোল্যার ছেলে মনির (৩৫),হাসেম মোল্যার ছেলে লিটন (৩২),বানিবহ ইউনিয়নের হান্নান মিয়ার ছেলে হোসেন মিয়া (৫৭),বাথা গ্রামের আহাদ আলী মুন্সী ছেলে লিটন (৩২) বানিবহ গ্রামের নুরুল ইসলামের ছেলে মুন্সি (৩১) বৃচিএা গ্রামের জুবায়ের ছেলে জাকিরয়া (২৬)।
মামলার এজাহার এজাহারে বলা হয়,লতিফ মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তিনি এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং চতুর্থ বারের মতো এবারে নির্বাচনে তার জয় শুনিশ্চত ছিলেন। সে কারণেই তাকে হত্যা করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি শাহদত বলেন,নিহত লতিফ মিয়ার স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বানিবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামে নিজ বাড়ির কাছে তিন রাস্তার মোড় এলাকায় লতিফ মিয়াকে হত্যা করে দৃবৃওরা।
স্থীনীয়দের ধারণা সাবেক এই চেয়ারম্যানের জনপ্রিয় দেখে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করাহয়েছে। হত্যাকরীদের যাতে না চিনতে পারে সে কারণে হত্যার সময় বিদ্যুৎতের লাইন বন্ধ রেখে এই কিলিং মিশন সম্পন্ন করে দৃবৃওরা।
Tags
জরুরি খবর