মোঃ সুজন হোসেন কালুখালী রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে নৌকার মিছিলে ডাকার পর না যাওয়ায় রবিউল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে।আহত রবিউল ইসলামের মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে। তিনি কালুখালী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিউল ইসলাম মাজবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
কালুখালী হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম বলেন,সোমবার সন্ধ্যায় রাজবাড়ী ইউনিয়নের নৌকার প্রাথী কাজী শরিফুল ইসলাম আমাকে তার মিছিলে যাওয়ার জন্য বলেন আমার বাবা অসুস্থ থাকায় আমি দোকানে ছিলাম মিছিলে যেতে পারি নাই। এই অপরাধে আমি বাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রাথীর ভাই কাজী সাইফুল ইসলামের নিদেশে নৌকার প্রাথী কাজী শরিফুল ইসলাম উপস্থিতে কাজী শানু,সাকিব, তলুন,মিঠুন,গফুরসহ কয়েকজন আমাকে মারধর করে,আমি জ্ঞান হারিয়ে ফেলি।
রবিউল ইসলাম মা বলেন আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যেই মারধর করা হয়েছে। আমরা গরিব মানুষ আমাদের কিসের দল। আমার ছেলেকে মিছিলে ডেকেছিল যেকে পারি নাই তাই এভাবে মারধর করতে হবে।আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে মাজবাড়ী ইউনিয়নের নৌকার প্রাথী কাজী শরিফুল ইসলাম বলেন,গতকাল নৌকার কোন মিছিল হয়নি।এটা মিথ্যা বানোয়াট নির্বাচন সামনে রেধে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন,বিষয়টি আমরা জানতে পেরে সেখানে পুলিশ পাঠিয়েছি।লিখত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Tags
জরুরি খবর