মোঃ সুজন হোসেন কালুখালী রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্যান্য জনবল সংকটে কারণে সেবা প্রদান কাযক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসকের পদের বিপরীতে বতমান ৫ জন চিকিৎসক কমরত রয়েছে। নাস টেকনিশিয়ানসহ ও অন্যান্য জনবলের ও ঘাটনি রয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের কাযক্রম চলছে জোড়াতালি দিয়ে। ২০১১ সালে ২৫ শে মাচ ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নতি করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। কতৃপক্ষের গাফিলতি ও উদাসীনতার কারণে স্বাস্থ্য সেবা কাযক্রম বিপযয়ে পড়েছে। গুরুতর কোনো রোগী সেবা তো দূরের কথা প্রাথমিক চিকিৎসা জন্য ও ফরিদপুর মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছে হাসপাতাল
কৃতপক্ষ স্বয়ংসম্পূণ একটি অপারেশন থিয়েটার থাকলেও জনবলের অভাবে সিজারসহ কোন অপারেশন করা হয় না।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা জানান,এখানে কাযত কোন চিকিৎসা সেবাই নেই।যারাই আসে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর কিংবা রাজবাড়ীতে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃনাসির উদ্দিন জানান,৫০ শয্যা হাসপাতালের কাযক্রম শুরু হয়েছে অনেক আগে থেকেই। জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর হাকিম বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারসহ অন্যান্য জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্তণালয়ে লিখিভাবে অবগত করা হয়েছে। আশা করি এই সংকট কেটে যাবে।
Tags
জরুরি খবর