সিংগাইরে জামির্ত্তায় একই রাতে অসহায় দুই বাড়িতে সিধেল চুরি।


সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চাপড়াইল গ্রামে একই রাতে দুই বাড়িতে সিধেল চুরির ঘটনা ঘটেছে।


জানা যায়, গত মঙ্গলবার ৭ই ডিসেম্বর খানপাড়া মৃত খোকা মিয়া ও গ্রামের পূর্বপাশে ব্রীজ সংলগ্ন শামসুলের বাড়ীতে গভীর রাতে বৃষ্টির মধ্যে সিধ কেটে ঘরে ঢোকে নগদ টাকা ও ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


ভোক্তভোগী খোকার অসহায় বিধবা স্ত্রী রেহেনা বেগম কান্নাজড়িত কন্ঠে জানায়,শীতের এই বৃষ্টির রাতে আমি আমার বিধবা ছেলের বউ ও নাতিনতনিদের নিয়ে ঘুমিয়ে পড়লে চোরেরা মাটির এই ঘরটিতে ২ জায়গায় সিধ কেটে ২ টি ট্যাচফোন,আট আনা ওজনের স্বর্ণের ১ টি চেইন ও নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।উপার্জনহীন আমরা দুইজন বিধবা বউ শ্বাশুড়ী আত্মাীয়স্বজন ও মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে খাই।ফোন দুটি নিয়ে যাওয়ায় সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গেলো।চোখেমুখে এখন অন্ধকার দেখছি এখন।


অপরদিকে ভোক্তভোগী শামসুল জানান,আমি মাছ মেরে খাই।প্রবাসী মেয়ে বিদেশ থেকে ১টি ফোন সেট ও ১ ভরি ওজনের স্বর্ণের চেইন দিয়েছিলো চোরের দল ফাঁকা বাড়ী পেয়ে সিধ কেটে নগদ ১২ হাজার টাকাসহ সব নিয়ে আমার সর্বনাশ করে দিলো। এখন কোথায় যাব কার কাছে এর প্রতিকার চাইবো।

Post a Comment

Previous Post Next Post