দিগন্তজোড়া হলুদ রঙের সরিষা ফুলে সেজে ওঠেছে চলনবিলের সরিষার ক্ষেতগুলো। মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মানিকগঞ্জে সিংগাইরের জামিত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে সরিষা ফুল আর সরিষা মাঝে ছবি তোলায় বেস্ত তারা ।
বৌ ভালবাসার মানুষ পরিবারের সবাইকে নিয়ে গুরতে আসে এই সুন্দর সরিষা রাজত্বে মন ভালো করার মত গ্রামে।
Tags
মানিকগঞ্জ